বিদ্যালয় এর পরিচিতি

টাচ্ আইটি পয়েন্ট এন্ড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত দেশের তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী “টাচ্ আইটি পয়েন্ট এন্ড কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট”দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল তথা আত্ম কর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীভূক্ত ৩ / ৬ মাস মেয়াদি নিম্নলিখিত বেসিক ট্রেড কোর্স সমূহ ছাড়াও অন্যান্য কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।

নিম্নোউক্ত  কোর্সের  সার্টিফিকেট প্রদান করা হয়।

  1. Computer Office Application
  2. Higher in Computer Office Application
  3. Diploma in ICT
  4. Spoken English
  5. Diploma in Software Application
  6. Fine Arts
  7. Diploma In Computer Science and Ict (1 Year)
  8. Diploma in Computer Science
  9. Diploma in Spoken English
  10. Kids English
  11. Internet Course
  12. Basic in Video Editing
  13. Professional Video Editing
  14. Advance Excel

এই কোর্স গুলোর সিলেবাস প্রনয়ন, পরীক্ষা নিয়ন্ত্রন ও সার্টিফিকেট প্রদান প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত।ন্যুনতম জে.এস.সি(JSC) পাশ যে কোন বয়সের যে কেউ এই কোর্স গুলোতে ভর্তি হতে পারবে অগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম এ আবেদন করতে হবে।

আমাদের অফিসের ঠিকানা:

মৌসুমি মার্কেট, মাহিম লাইব্রেরী (২য় তলা) দক্ষিন গাজিরচট, আশুলিয়া,সাভার,ঢাকা-১৩৪৯

অফিসঃ ০১৫৭-২৮০২৬২৮